এমপি পাপুলসহ ৮ জনের ৫৩ ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছে আদালত

- আপডেট সময় : ০৯:১৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় আদালতে আত্মমর্পণ করে জামিন পেলেন এমপি পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলাম। এছাড়া এমপি পাপুলসহ ৮ জনের ৫৩ ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছে আদালত।
রোববার সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস এ আদেশ দেন। একই সঙ্গে ৯২টি তফসিলভুক্ত স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয়া হয়। ব্যাংক হিসাব ফ্রিজ হওয়া অন্য আসামিরা হলেন- পাপুলের শ্যালিকা জেসমিন প্রধান, মেয়ে ওয়াফা ইসলাম, ভাই কাজী বদরুল আলম লিটন, ব্যক্তিগত কর্মচারী মোহাম্মদ সাদিকুর রহমান মনির, জেসমিন প্রধানের কোম্পানি জে ডব্লিউ লীলাবালী, কাজী বদরুল আল লিটনের মালিনাধীন কোম্পানি জব ব্যাংক ইন্টারন্যাশনাল এবং এই কোম্পানির ম্যানেজার গোলাম মোস্তফা এবং অজ্ঞাত পরিচয় আরও ৫-৬ জন। এর আগে একই আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে কাজী সহিদ ইসলাম পাপুলসহ ৪ জনের ৬১৭টি ব্যাংক হিসাব ফ্রিজ এবং ৯২টি তফসিলভুক্ত স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয়।