এমসি কলেজের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
সিলেটের এমসি কলেজের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিকে ৩ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট এবং সাতদিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সিলেটের এম.সি কলেজ ক্যাম্পসে সম্প্রতি সংঘটিত ঘটনায় কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিলো কিনা তা সরেজমিনে তদন্ত করতে বলা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সকলের দায়িত্বে অবহেলা আছে কিনা তা প্রত্যক্ষ করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠন করা হয়। ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজের প্রশাসন শাখার পরিচালককে আহ্বায়ক করে উপপরিচালক পদে সিলেটের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের সদস্য এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সদস্য সচিবকে তদন্ত কমিটির সহকারী পরিচালক করা হয়েছে।