এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় চার্জশিট গঠনের পরবর্তী তারিখ ১৩ জানুয়ারি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের মামলায় চার্জশিট গঠনের পরবর্তী তারিখ ১৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আসামিপক্ষের তারিখ পেছাতে আবেদন করলে নতুন এই তারিখ দেন বিচারক।
সকালে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মোহাম্মদ মোহিতুল হকের আদালত এ সিদ্ধান্ত দেন। এর আগে, সকালে কঠোর নিরাপত্তায় মামলার ৮ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশিদা সাইদা খানম জানান, আদালতে আসামিপক্ষ আরও দুদিন সময় বাড়ানোর আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। চার্জশিট গঠনের শুনানির পরবর্তী তারিখ আগামী ১৩ জানুয়ারি। এসময় আসামিপক্ষের আইনজীবী আসামি তারেকের জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।