এরদোগানের স্বাস্থ্য নিয়ে টুইটারে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ৩০ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু
- আপডেট সময় : ০৩:১৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ৩০ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।এরদোগানের মিত্ররা এসব পোস্টকে ভুল প্রমাণ করতে তুর্কি প্রেসিডেন্টের কর্মচঞ্চল ছবি ও ভিডিও পোস্ট করছেন।
পুলিশ জানায়, যাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে তারা টুইটারে ‘কারসাজিমূলক কন্টেন্ট’ পোস্ট করেছেন। এরদোগানের বিরোধিরা প্রায়ই তার স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করে থাকেন। তার স্বাস্থ্য নিয়ে নানা ধরনের গুজব বছরের পর বছর ধরে ঘুরছে। ৬৭ বছর বয়সি এরদোগান ২০১১ সালে অন্ত্রে অস্ত্রোপচার করিয়েছিলেন। এরপর থেকে তিনি ক্যান্সারে আক্রান্ত এমন খবর অস্বীকার করে আসছেন। এ সপ্তাহে নতুন করে গুজব ছড়িয়ে যাওয়ার পর একেপি এরদোগানের কর্মচঞ্চল কিছু ভিডিও পোস্ট করেছে।
এরদোগান তুরস্কের রাজধানী আঙ্কারায় বেশকিছু অনুষ্ঠানে অংশ নিয়েছেন।