এলপিজির দাম বাড়িয়েছে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
এলপিজির দাম বাড়িয়েছে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন। নতুন দামে ১২ কেজির প্রতি সিলিন্ডারের দাম ১৬ টাকা বেড়েছে। এতে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ২৩৫ টাকা। যা আজ দুপুর ২টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে চলতি মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি।
এত দিন এর দাম ছিল ১ হাজার ২১৯ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ১৬ টাকা। আজ সন্ধ্যা ছয়টা থেকে এ দাম কার্যকর হবে। এর আগের মাসে ১২ কেজিতে ৩৫ টাকা কমেছিল। সকালে এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমে নতুন এ দামের ঘোষণা করেছেন বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ ব ম ফারুক।