এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও হংকং
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বাঁচা-মরার ম্যাচে আজ এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও হংকং। জিতলে নিশ্চিত সুপার ফোর আর হারলে বিদায় নিতে হবে যে কোন এক দলকে। শারজায় রাত ৮টায় শুরু হবে ম্যাচ।
ক্রিকেটীয় শক্তি-সামর্থ্যে হংকংয়ের চেয়ে যোজন যোজন দূরত্বে এগিয়ে পাকিস্তান। তবে পা হড়কালেই বড় বিপদ, এশিয়া কাপে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বাবর আজমের দল। প্রথম ম্যাচে ভারতের কাছে ৫ উইকেটে হারে পাকিস্তান। তাই এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের সামনে। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হওয়ায় যেমন আত্মবিশ্বাসী তেমনি সতর্ক বাবর আজমের দল। অন্যদিকে, বাছাইপর্বে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে মূল পর্বে এলেও শেষ ম্যাচে ভারতের কাছে হেরে চাপে হংকং। যদিও পাকিস্তানের বিপক্ষে চমক দেখাতে চাইবে তারা। টি-টুয়েন্টিতে হংকং-পাকিস্তান কখনও মুখোমুখি হয়নি। ওয়ানডেতে তিনবারের দেখায় সবগুলো ম্যাচই জিতেছে পাকিস্তান।