এশিয়া কাপের সুপার ফোরে আবারো মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দী ভারত ও পাকিস্তান
- আপডেট সময় : ০২:১২:০১ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
এশিয়া কাপের সুপার ফোরে আবারো মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দী ভারত ও পাকিস্তান। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ভারতের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও হংকংয়ের বিপক্ষে জয়ে ঘুরে দাড়ানোর বার্তা দিয়েছে পাকিস্তান। গ্রুপপর্বের হারের শোধ নিতে চায় পাকিস্তান। অন্যদিকে, জয়রথ ধরে রাখার লক্ষ্য ভারতের।
এক সপ্তাহের ব্যবধানে আবারো মুখোমুখি ভারত-পাকিস্তান। দুই দেশের ক্রিকেট প্রেমিদের জন্য যা স্বপ্নের থেকেও বড়। মর্যাদারে এই লড়াইয়ে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না কোনো পক্ষই। গেল বছর বিশ্বকাপে হারের মধুর প্রতিশোদ নিয়েছে ভারত। আর সদ্য হারের প্রতিশোধের জন্য মুখিয়ে আছে পাকিস্তান।
হাই ভোল্টেজ এ ম্যাচের আগে দুসংবাদ উভয় শিবিরে। ইনজুরির কারণে ভারত স্কোয়াড থেকে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা আর পাকিস্তানের শাহনেওয়াজ ধানী। তাই এ ম্যাচে দু-দলেই দেখা যাবে পরিবর্তন।
পাকিস্তানের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং বলে মনে করেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। পাকিস্তানের বোলিং এ্যাটাকের ভুয়াসী প্রশংসা করেন তিনি।তবে ভারতীয় দলে তাদের কাউন্টার করার মত ব্যাটার আছে বলেও মন্তব্য করেন দ্রাবিড়।
শুরুটা আশানুরুপ না হলেও দ্বিতিয় ম্যাচে হংকংকে উড়িয়ে দিয়ে নিজেদের সক্ষমতার বার্তা দিয়েছে পাকিস্তান। সেই মোমেন্টাম ধরে রেখে ভারতের বিপক্ষে দারুন কিছু করে দেখানোর প্রত্যাশা পেসার হ্যারিস রউফের।
দুই দলের টপ ওর্ডারে আছে বিশ্বমানের সব ব্যাটার। ভারতের বিরাট, রাহুল, রোহিকে টেক্কা দিয়ে পাকিস্তানে রয়েছে বাবর, রিজওয়ান, ফখর জামানরা। তাই লড়াইটা হবে সমানে-সমান। তবে লড়াইটা হতে পারে পাকিস্তানের বোলার আর ভারতের ব্যাটারদের মধ্যে। কে হাসবে শেষ হাসি। দেখার জন্য মুখিয়ে ভক্ত অনুরাগীরা।