এশিয়া কাপে হংকংয়ের মুখোমুখি ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
এশিয়া কাপে সুপার ফোর নিশ্চিত করার লক্ষ্যে রাতে মাঠে নামবে ভারত। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হংকংয়ের মুখোমুখি হবে রোহিত শর্মার দল। দুবাইয়ে রাত ৮টায় শুরু হবে ম্যাচ।
প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দারুণ শুরু করেছে ভারত। এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে হংকংয়ের সাথে জিতলেই সুপার ফোরের টিকিট পাবে সাতবারের চ্যাম্পিয়নরা। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ভারত। সহজ প্রতিপক্ষ হওয়ায় অনেকটা নির্ভার রোহিত শর্মা-বিরাট কোহলিরা। অন্যদিকে, বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং খেলতে নামবে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে। ভারতকে হারিয়ে বিশ্বকে চমকে দেয়ার লক্ষ্য পুঁচকে দলটির। হংকংয়ের সাথে কখনোই টি-টুয়েন্টিতে খেলেনি ভারত। তবে এশিয়া কাপের মঞ্চে দু’বার ওয়ানডেতে দেখা হয়েছে দু’দলের। দু’বারই জয় পায় ভারত।