এশিয়া কাপ সফর শেষে খালি হাতে হাতে দেশে ফিরলো টাইগাররা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
এশিয়া কাপ সফর শেষে খালি হাতে হাতে দেশে ফিরলো টাইগাররা।
নতুন অধিনায়ক, নতুন কোচেও বদলাল না বাংলাদেশের ভাগ্য। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে মাত্র তিন দিনেই শেষ টাইগারদের এশিয়া কাপ। এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে অল্প পুঁজি নিয়েও আফগানিস্তানের বিপক্ষে লড়াই করে হেরেছিল টাইগাররা। আর দ্বিতীয় ম্যাচে বিশাল সংগ্রহ করেও শেষ পর্যন্ত ২ উইকেটে হারে সাকিবের দল। দেশে ফিরে সপ্তাহখানেক ছুটি কাটিয়ে আবারও ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। টি-টুয়েন্টি টেকনিক্যাল এ্যাডভাইজার শ্রীরামের তত্ত্বাবধানেই ১২ সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল।