এসআই আকবরের দেশত্যাগ ঠেকাতে সীমান্তে সতর্কতা জারি
- আপডেট সময় : ০৭:০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যুবক রায়হান হত্যায় পলাতক প্রধান আসামী এসআই আকবর হোসেন যাতে দেশত্যাগ করতে না পারে, সেজন্য সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। দুপুরে ঢাকার ধানমণ্ডিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পিবিআই’র ডিআইজি বনজ কুমার মজুমদার। এসময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের মামলাসহ পিবিআই’র উপর ন্যস্ত কয়েকটি আলোচিত মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরেন তিনি।
সিলেটে পুলিশ হেফাজতে নিরীহ যুবক রায়হানউদ্দিনকে হত্যার ঘটনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া বরখাস্তের পরই গা-ঢাকা দিয়ে আছেন। তাকে খোঁজার পাশাপাশি আলোচিত এ মামলার তদন্তভার এরই মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই’র কাছে হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ডিআইজি জানান, তদন্তের স্বার্থেই সাময়িক বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভূঁইয়াকে প্রয়োজন। সে যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য সব ইমিগ্রেশনে সতর্কবার্তা পাঠানো হয়েছে।
এসময় ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার বিষয়ে তিনি বলেন, থানা থেকে মামলার ফাইল আসলেই তদন্ত শুরু করবে পিবিআই। সাভারের আলোচিত ব্যবসায়ী রবিউল খুনের রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ডে জড়িত নয়জনকে গ্রেফতারের তথ্যও তুলে ধরেন বনজ কুমার মজুমদার।