এসআই আকবারের দেশত্যাগে নিষেধাজ্ঞায় বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্তে সতর্কতা জারি
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যায় অভিযুক্ত এসআই আকবারের দেশত্যাগে নিষেধাজ্ঞায় বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে।
সকালে বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্তে বাড়তি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন সীমান্তে কর্তব্যরত পুলিশ ও বিজিবি কর্মকর্তারা। কোনো কৌশল অবলম্বন করে তিনি যেন ভারতে পালাতে না পারেন, সেজন্য সতর্ক থাকতে বলা হয়েছে। গেলো শনিবার রায়হানকে তুলে নিয়ে চাঁদার দাবিতে নির্যাতন করেন বরখাস্ত এসআই আকবর হোসেন ভূঁইয়া। পরের দিন সকালে রায়হান মারা যান। নির্যাতনের সময় পুলিশের মুঠোফোন থেকে রায়হানের পরিবারের কাছে টাকা চেয়ে ফোন দেয়া হয়। পরিবারের সদস্যরা সকালে ফাঁড়িতে পরে হাসপাতালে গিয়ে রায়হানের লাশ শনাক্ত করেন।