এসএটিভির জন্য পিপিইসহ সুরক্ষার সামগ্রি দিয়েছেন জি এম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে, এসএটিভিতে কর্মরত সাংবাদিক ও ক্যামেরাপার্সনদের জন্য পিপিইসহ সুরক্ষার সামগ্রি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।
বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে পাঠানো এসব সুরক্ষা সামগ্রি গ্রহণ করেন, এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। এসএটিভির গুলশান কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা আল আমিন সরকার এসব সামগ্রি হস্তান্তর করেন। এসময় এসএটিভির বার্তা প্রধান ছাড়াও সাংবাদিক ও ক্যামেরাপার্সনরা উপস্থিত ছিলেন। সুরক্ষার সামগ্রির মধ্যে পিপিই, মাস্ক ও সার্জিক্যাল ক্যাপ।