এসএটিভি, রেডিও টুডে এবং স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর
- আপডেট সময় : ১০:০৭:২২ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
জনপ্রিয় হাই ডেফিনেশন টেলিভিশন চ্যানেল এসএটিভি’র সংগে দেশের প্রথম এফএম রেডিও টুডে এবং স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা সংস্থার মধ্যে অনুষ্ঠান বিষয়ক দুটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী পোস্টমর্টেম নামে একটি ভিন্নধর্মী অনুষ্ঠান এবং ১০৪ পর্বের ধারাবাহিক নাটক সম্প্রচার হতে যাচ্ছে এসএটিভিতে। দুপুরে এসএটিভি’র প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদের সাথে একটি চুক্তি হয়। এসময় তিনি বলেন, দেশের জনগনের দু:খ-কষ্টের কথা তুলে ধরতেই শুরু থেকে কাজ করে যাচ্ছে এসএটিভি।
২০১৩ সালের ১৯ জানুয়ারী দেশের একমাত্র হাইডেফিনেশন-এইচডি চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে এসএটিভি। শুরু থেকেই তথ্য সমৃদ্ধ সংবাদ এবং মান সম্পন্ন অনুষ্ঠান সম্প্রচার করে আসছে এসএটিভি।
সেই ধারাবাহিকতা বজায় রাখতে মানুষের দু:খ-কষ্টের কথা জানাতে রেডিও টুডে’র সাথে যৌথ প্রযোজনায় পোস্টমর্টেম নামক ভিন্নধর্মী একটি অনুষ্ঠান নির্মাণের চুক্তি স্বাক্ষর করে এসএটিভি।
একইসংগে এসএটিভিতে সম্প্রচার হতে যাচ্ছে স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা সংস্থার ব্যানারে ১০৪ পর্বের ধারাবাহিক বহ্নিশিখা। মঙ্গলবার গুলশানে এসএটিভির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ, রেডিও টুডে’র হেড অব প্রোগ্রাম জহিরুল ইসলাম টুটুল এবং স্বাধীনের প্রধান মনির হোসেন জীবনের সাথে দুটি চুক্তি স্বাক্ষর হয়। এসময় এসএটিভির নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চনসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় তারা এসএটিভির সাথে নতুন অনুষ্ঠান নির্মাণ নিয়ে সফলতার কথা তুলে ধরেন।
এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি দেশের জনগণের কষ্ট ও দূর্দশার কথা তুলে ধরাই এসএটিভির স্বপ্ন।
এসময় ভবিষ্যতে আরো নতুন নতুন অনুষ্ঠানমালা নির্মাণে কলা-কৌশলীদের এসএটিভির সাথে কাজ করতে এগিয়ে আসার আহবানও জানান এসএটিভির কর্ণধার সালাহউদ্দিন আহমেদ।