এসএসসিতে এবার গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ
- আপডেট সময় : ০৭:০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / ১৯০৬ বার পড়া হয়েছে
এসএসসি ও সমমান পরীক্ষায় এবার গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। মোট জিপিএ পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ১২৯ শিক্ষার্থী। সবচেয়ে বেশি ৯২ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী যশোর বোর্ডে পাস করেছে। সর্বনিম্ন সিলেটে। ছেলেদের চাইতে মেয়েদের পাশের হার বেশী। শতভাগ পাশ করে দেশসেরা নরসিংদীর নাসিমা কাদির স্কুল। এদিকে, মাদ্রাসা বোর্ডের অধীনের দাখিল পরীক্ষায় পাশের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ২০৬ জন শিক্ষার্থী।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তা শেষ হয় ১২ মার্চ। এ বছর মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সারাদেশের ৩ হাজার ৭০০ কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার্থী কমেছে প্রায় ৪৮ হাজার।
এর ধারাবাহিকতায় প্রায় দুই মাস পর প্রকাশ করা হলো ফল। কুমিল্লা বোর্ডে পাস করেছে ৭৯ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছেন ১২ হাজার ১০০ জন।
চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১০হাজার ৮২৩ জন শিক্ষার্থী।এ বছর মোট ১ হাজার ১০৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৫৩ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলো।
বরিশাল বোর্ডে ৮৯ দশমিক ১৩ শতাংশের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছেন ৬ হাজার ১৪৫ জন শিক্ষার্থী। প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলে দেখা যায়, ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাসের হার যশোর বোর্ডে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ শিক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৯৮ হাজার ৭৭৬ জন। ছাত্র ৮৩ হাজার ৩৫৩ জন। আর সবচেয়ে কম ৭৩.৩৫ শতাংশ পাসের হার সিলেট বোর্ডে।
এদিকে, পরীক্ষার্থীর তুলনায় সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ নিয়ে তালিকার শীর্ষে রয়েছে নরসিংদীর নাছিমা কাদির হাই স্কুল। স্কুলটির শতভাগ পাস করেছে। ২৮৫ জন শিক্ষার্থীর ২৮৪ জনই জিপিএ-৫ এর অধিকারী।
গতবারের তুলনায় এবার বেড়েছে পাসের হার। অকৃতকার্যের হার কমেছে ২ দশমিক ৬৫ শতাংশ। সে হিসাবে দিনাজপুর বোর্ডে ৭৮ দশমিক ৪০ শতাংশ ছাত্রছাত্রী কৃতকার্য হয়েছেন। তাদের এবারের লক্ষ্য দেশের ভালো একটি কলেজে ভর্তি হওয়া।
রাজশাহী বোর্ডে ৮৯ দশমিক ২৫ শতাংশ। শিক্ষার্থী …. জন। ময়মনসিংহ বোর্ডে ৮৪ দশমিক ৯৭ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন।
এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৭৮ দশমিক ৯২ শতাংশ।
এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ৯৬৮টি। ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এবার পাশ করেনি।
এবার অকৃতকার্যের হার কমেছে ২ দশমিক ৬৫ শতাংশ। ২০২৩ সালে পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ।