এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব না হলে বিকল্প উপায় চিন্তা করছে সরকার : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৪:৫৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, সংক্ষিপ্ত আকারে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব না হলে বিকল্প উপায় চিন্তা করছে সরকার।
জাতীয় প্রেসক্লাবে রোববার স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। বিশ্ববিদ্যালয় ভর্তির ব্যাপারে কী করা যায় সে বিষয়ে গাইডলাইন তৈরি বিষয় নিয়েও ভাবছেন সংশ্লিষ্টরা, এমন তথ্যও দিলেন শিক্ষামন্ত্রী। বলেন, শিক্ষা ব্যবস্থার যে ক্ষতি হচ্ছে তা কাটিয়ে উঠতে নানা পদক্ষেপ হাতে নেয়া হচ্ছে। করোনার এই সময়ে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থেকে পড়াশোনা চালিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গেলো বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকার কয়েক দফা শিক্ষাপ্রতিষ্ঠান চালুর পরিকল্পনার কথা জানালেও করোনার সংক্রমণ ৫ শতাংশের নিচে না নামায় দফায় দফায় ছুটি বাড়িয়ে চলছে সরকার।