এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
- আপডেট সময় : ০১:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৮১ বার পড়া হয়েছে
শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। সারাদেশে পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী।
প্রথম দিন বাংলা প্রথম পত্র ও দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা হয়। এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে ২৯ হাজার ৫৯১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকাল ১১টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত। এ বছর তিনটি বিষয় বাদ দিয়ে পরীক্ষা নেয়া হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে। পরীক্ষা শেষে পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে।
পরীক্ষার নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রশ্নপত্র ফাঁস এড়াতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্র সচিবের মোবাইলে পরীক্ষার সেট কোড পৌঁছে যাবে। তিনি স্মার্ট ফোন ব্যবহার করতে পারবেন না, তবে ফিচার ফোন সঙ্গে রাখতে পারবেন। তিনি ছাড়া আর কেউ পরীক্ষার কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন না।
অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের পরে প্রবেশ করতে দিলে তাদের নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে ওইদিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে।
পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর এবং ব্যবহারিক পরীক্ষা ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর এবং ব্যবহারিক পরীক্ষা ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর এবং ব্যবহারিক পরীক্ষা ১১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
গত জুনে পরীক্ষা হওয়ার কথা থাকলেও বন্যার কারণে পিছিয়ে ১৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। আগামী ১ অক্টোবর শেষ হবে পরীক্ষা।