এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে
- আপডেট সময় : ০১:৪৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ৯ বোর্ডে এ বছরের পাশের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। এর মধ্যে ঢাকায় পাসের ৯০ দশমিক ১২ শতাংশ। মাদ্রাসায় পাশের হার ৯৩ দশমিক ২২। জিপিএ ফাইভ পেয়েছে ১৪ হাজার ৩শ ১৩। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের পাশের হার ৮৮ দশমিক ৪৯।
২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৯। এ বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছেন ১০ হাজার ২শ ১৯ জন শিক্ষার্থী। যশোর বোর্ডে ৯৩.০৯%চট্টগ্রামে ৯১ দশমিক ১২ পাসের হার। সিলেটে পাসের হার ৯৬ দশমিক ৭৮। ৪ হাজার ৮শ ৩৪ জন পেয়েছে জিপিএ ফাইভ। অন্যদিকে, কুমিল্লা বোর্ডে ৯৬ দশমিক ২৭ শতাংশ পাস করেছে। ১৪ হাজার ৬শ ২৬ জন পেয়েছে জিপিএ ফাইভ। রাজশাহী বোর্ডে ৯৪.৭১%। দিনাজপুর বোর্ডে ৯৪ দশমিক ৮০ শতাংশ পাস করেছে। জিপিএ ফাইভ পেয়েছে ১৫ হাজার ৫শ ৭৮ জন। ময়মনসিংহ বোর্ডে পাস করেছে ৯৭.৫২ শতাংশ। পরীক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবে। মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন