এসএ টিভিতে প্রতিবেদনের প্রেক্ষিতে বাল্য বিবাহের শিকার শিক্ষার্থীদের সংখ্যা খুঁজে বের করার কাজ শুরু
- আপডেট সময় : ০১:৫৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন এসএ টিভিতে “করোনার দীর্ঘ ছুটিতে উপকূলীয় এলাকায় আশংকাজনকহারে বাল্যবিয়ে বেড়েছে” শিরোনামে ২০২১ সালের ২১ সেপ্টেম্বর প্রচারিত হয়। প্রতিবেদনটির প্রেক্ষিতে– জেলায় করোনার ছুটিতে বাল্য বিবাহের শিকার শিক্ষার্থীদের সংখ্যা খুঁজে বের করার কাজ শুরু করেছে জেলা শিক্ষা বিভাগ।
গেল ৬ ফেব্রুয়ারী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে করোনার ছুটিতে বাল্য বিবাহের শিকার শিক্ষার্থীদের সংখ্যা নিরূপণের জন্য নির্দেশনা দিয়েছেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মজিবুর রহমান। ইতিমধ্যে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য চেয়ে চিঠি দিয়ে উপজেলা শিক্ষা অফিস। জেলা শিক্ষা অফিসার বলেন, এসএ টেলিভিশনের সংবাদের মাধ্যমে আমাদের সতর্ক করার জন্য টেলিভিশনের রিপোর্টার ও কর্তৃপক্ষকে ধন্যবাদ। প্রতিবেদনে মাধ্যমে বিষয়টি অবগত হয়ে, সংখ্যা নিরূপণের পর, বাল্য বিবাহের শিকার শিক্ষার্থীদের স্বাভাবিক ও শিক্ষা জীবনে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে।