এসএ পরিবহনের ডেলিভারি ম্যান ও গ্রাহককে তুলে নেয়ার ঘটনায় তদন্ত শুরু
- আপডেট সময় : ০৯:১৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / ১৮০৮ বার পড়া হয়েছে
ভূয়া ডিবি অফিসার পরিচয়ে এসএ পরিবহনের ডেলিভারীম্যান ও গ্রাহককে তুলে নেয়ার ঘটনায় তদন্ত হচ্ছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। রাজধানীর যাত্রাবাড়ী শাখা থেকে জরুরী পার্শ্বেল ডেলিভারীর সময় কর্মী ফজলে রাব্বী ও গ্রাহক ইমনকে তুলে নেয় রাজারবাগ পুলিশ লাইনের গাড়িচালক মকবুল। দু’জনকে জিজ্ঞাসাবাদের নামে করা হয় হয়রানি। পরে এসএ পরিবহনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে তাদের ছেড়ে দিতে বাধ্য হন তারা। জিম্মি করে অর্থ আদায়ের জন্য এই অপচেষ্টা বলে দাবি করেছে এসএ পরিবহন কর্তৃপক্ষ। আর এ ঘটনায় তদন্তে নেমেছে ডিএমপি। ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার জানান, মকবুলের বিরুদ্ধে নেয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা।
৪২ বছর ধরে গ্রাহকদের জরুরী ডাক-ডকুমেন্ট ও পার্শ্বেল সেবা দিয়ে আসছে দেশসেরা প্রতিষ্ঠান এস এ পরিবহণ পাশ্বের্ল অ্যান্ড কুরিয়ার সার্ভিস।
২৭ জুন বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় রাজধানীর ব্যস্ততম যাত্রাবাড়ী শাখায়, গ্রাহকের পার্শ্বেল বুঝিয়ে দেয়ার সময়, ডেলিভারীম্যান ফয়েজ রাব্বী ও গ্রাহক ইমনকে
ডিবি পুলিশ অফিসারের পরিচয়ে তুলে নিয়ে যায়।
যাত্রাবাড়ি বিবির বাগিচায় এসএ পরিবহনের অফিস থেকে তাদেরকে নিয়ে যায় টোল প্লাজা পেরিয়ে কাজলা এলাকায়। বিষয়টি এসএ পরিবহন কর্তৃপক্ষ প্রতিবাদ করলে, তাদেরকে তাকে ছেড়ে দেয়।
খবর পেয়ে অনুসন্ধানে নামে এসএ টিভি। তথ্য মিলে, ভুয়া ডিবি অফিসার পরিচয়ে দু’জনকে ধরে নেয়া ব্যক্তিটি পুলিশের গাড়ি চালাক কনস্টেবল মকবুল; যার দায়িত্ব রাজারবাগে।
বে-আইনীভাবে সে রাজারবাগ থেকে যাত্রাবাড়ী গিয়ে ভুয়া ডিবি অফিসার-পরিচয়ে দু’জনকে অপহরণ করে অর্থ আদায়ের জন্য সাজায় জিম্মি নাটক।
ঘটনা জানার পরই তদন্ত শুরু হয়েছে বলে জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার।
বে-আইনি তৎপরতার জন্য তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথাও জানান ইকবাল হোসাইন।