এসএ পরিবহনের সহযোগিতায় নোয়াখালীর সেনবাগ উপজেলায় অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
এসএ পরিবহনের সহযোগিতায় নোয়াখালীর সেনবাগ উপজেলায় অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন সেনবাগ উপজেলা জাতীয় পার্টি’র সভাপতি হাসান মঞ্জুর।
সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের নিজ বাড়িতে প্রায় এক হাজার পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করেন। এসময় হাসান মঞ্জুরের ছেলে ফাইজান হাসান তানহা ও আরহান হাসান তাহফি, সেনবাগ পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ হারুন, সাধারন সম্পাদক মোঃ ফখর উদ্দিন, ভিপি সালাহউদ্দিন, খন্দকার নিজাম উদ্দিন, নুরুল করিম সুমন, আবু নাছের সজীব, মহিন উদ্দিন বাবুল, মিজানুর রহমান, ইমরান হোসেন বাপ্পি ও আবদুস সাত্তার ফারুকসহ স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় হাসান মঞ্জুর বলেন, বিভিন্ন দুর্যোগে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি যা আগামীতেও অব্যাহত থাকবে।