এসবি পরিচয়ে পাসপোর্টকারীদের সঙ্গে প্রতারণা, গ্রেফতার ৯
- আপডেট সময় : ০৮:০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
পাসপোর্ট ভেরিফিকেশনের নামে প্রতারণা করে অর্থ আত্মসাতের দায়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ভূয়া ৯ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ জানান, পাসপোর্ট অফিসের আনসার ও পিয়নদের যোগ সাজসে এই কর্মকান্ড চালাতো বেলাল ও জসিম। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
প্রতিদিন বিভিন্ন জেলায় কয়েক হাজার আবেদনকারীর ফরম জমা পড়ে পাসপোর্ট অফিস গুলোতে। তবে ওই অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা থেকে শুরু করে আনসার সদস্যের যোগসাজসে তথ্য জমাদানকারীর তথ্য চলে যায় অসাধু এই চক্রের হাতে।
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে আবেদনকারীকে হেনস্তা করা হতো। প্রয়োজনীয় কাগজপত্র এনআইডি, বিদ্যুৎ বিলের কপি হোয়াটসঅ্যাপে জমা দিয়ে মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানোর জন্য প্রতারণা করছিলো ৯ সদস্যের এই দলটি।
মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এই বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ। পাসপোর্ট অফিসের আনসার ও পিয়নদের যোগ সাজসে এই কর্মকান্ডের মূল হোতা বেলাল ও জসিম। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান ডিবি প্রধান।