এসেছে অগ্রহায়ণ; হেমন্তের দ্বিতীয় ভাগে বাঙালি মেতে উঠেছে নবান্ন উৎসবে
- আপডেট সময় : ১১:১৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
- / ১৬০০ বার পড়া হয়েছে
এসেছে অগ্রহায়ণ। হেমন্তের দ্বিতীয় ভাগে বাঙালি মেতে উঠেছে নবান্ন উৎসবে। এসো মিলি সবে নবান্নের উৎসবে’- এ প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় নাগরিক নবান্ন উৎসবে ও নবান্ন শোভাযাত্রা মাতেন নগরবাসী । একুশ বছরের ধারাবাহিকতায় উৎসবের আয়োজন করে, জাতীয় নবান্ন উৎসব উদ্ যাপন পর্ষদ।
নতুল ফসল ঘরে ওঠার পূর্ণতায় সাজে নবান্ন, সেই পূর্ণতারই প্রতীকি ছবি ফুটে ওঠলো বাদ্য-গীত আর নৃত্যের ছন্দদোলায়। গ্রামবাংলার মেঠোপথ হয়ে জনপথ আর মহাসড়ক পেরিয়ে ইট-পাথর-কংক্রিটের রাজধানীর প্রকৃতিকেও স্পর্শ করল নবান্ন উৎসব। অগ্রহায়ণের প্রথম প্রহরে গ্রামবাংলায় নতুন ধান ঘরে তোলার আনন্দ নাগরিক জীবনে ছড়িয়ে দিতেই পালিত হয় এ উৎসব।
বাঙালিয়ানার চিরায়ত ঐতিহ্যকে লালন করার পাশপাশি নতুন প্রজন্মকে এ ধারাবাহিকতার অংশ করে তুলতেই উৎসবের আয়োজন। নবান্ন উৎসবের উদ্বোধন করেন ফেরদৌসি মজুমদার। এরপরই ঢাকঢোলের বাদন আর মুড়ি-মুড়কি-বাতাসা আপ্যায়নে মুখরিত বকুল তলা প্রাঙ্গনে বসে এক অন্যরকম মিলনমেলা। বর্ণির নবান্ন শোভাযাত্রার হাত ধরে, ফসলের মাঠ থেকে নবান্নের আনন্দ কলতান ছড়িয়ে পড়ে মহানগরের পথে ও প্রান্তে।