ঐতিহাসিক করপোরেট কর আরোপে সম্মত জি-২০ নেতারা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বহুজাতিক ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে অন্তত ১৫ শতাংশ করপোরেট কর আদায়ের বিষয়ে একমত হয়েছেন বিশ্বের ক্ষমতাধর দেশের নেতারা। এ অর্থ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর ব্যবহার করার কথা।
মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে এ করারোপের প্রস্তাব আনে। ইতালির রোমে জি-২০ জোটের সম্মেলনে পৃথিবীর বড় বড় কোম্পানিগুলোর কাছ থেকে করপোরেট কর আদায়ের বিষয়ে সবার সম্মতি মিলেছে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও কোভিড মহামারি বিষয়ক আলোচনাও প্রাধান্য পায় এবারের সম্মেলনে। ২০২৩ সাল থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারে। ফলে পৃথিবীর সব দেশে বড় বড় কোম্পানিগুলো ন্যূনতম ১৫ শতাংশ কর দিতে বাধ্য হবে। জি-২০ নেতাদের এবারের খসড়ায় অন্তত ২০২৫ সাল পর্যন্ত প্রতি বছর ১০ হাজার কোটি মার্কিন ডলার তহবিল সংগ্রহের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।