বগুড়ার করতোয়া নদীতে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ
- আপডেট সময় : ০১:৫১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ১৮৩৫ বার পড়া হয়েছে
বগুড়া শহরের বুক চিরে বয়ে যাওয়া করতোয়া নদীতে হয়ে গেল বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। হাজারো মানুষের ঢল নেমেছিল এখানে। বসেছিল প্রাণের মেলা। মাঝি আর মাল্লার ছলাৎ ছলাৎ শব্দে যেন প্রাণ ফিরে পায় মৃত প্রায় করতোয়া।
ময়লার ভাগাড় আর জীর্ণশীর্ণ করতোয়া যেন যৌবন ফিরে পেলো। গান আর বাদ্যের তালে তালে মাঝিদের বৈঠার শব্দে মুখরিত হয়ে ওঠে করতোয়ার আর দুপাড়। শহর ছাড়াও গ্রাম থেকে আসে হাজার হাজার মানুষ। এসপি ঘাট থেকে বেজোড়া পর্যন্ত তিন কিলোমিটার পর্যন্ত সোমবার হয়ে গেল নৌকা বাইচ। নদী বাঁচলে পরিবেশ বাঁচবে, নদী বাঁচাও পরিবেশ বাঁচাও এই স্লোগানে বগুড়া জেলা পুলিশ আয়োজন করে এই নৌকা বাইচ।
নৌকা বাইচ দেখে খুশি সকলেই। নদীপাড়ে বসেছিল দিনভর মেলা। নদী রক্ষায় এমন আয়োজন করা হয়েছে জানালেন বগুড়ার পুলিশ সুপার। বগুড়ার গাবতলী, সারিয়াকান্দিসহ বিভিন্ন এলাকা থেকে আটটি নৌকা এতে অংশ নেয়।গাবতলীর বালিয়াদিঘির উড়াল পঙ্খী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।