ঐতিহ্যের লড়াইয়ে জিতেছে আর্সেনাল
- আপডেট সময় : ০৯:৫২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ঐতিহ্যের লড়াইয়ে জিতেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের লন্ডন ডার্বিতে চেলসিকে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে গানাররা। জিতেছে ম্যান সিটিও। ব্রাইটনকে ৩-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। এদিকে, নিজ নিজ লিগে জিতে শিরোপা পুনরুদ্ধারের আরও কাছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। আর ফিওরেন্তিনাকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে কোপা ইতালিয়ার ফাইনালে জুভেন্টাস।
ঐতিহ্যের লড়াই বলে কথা। আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই হলো জমজমাট। গোলও মিলল একের পর এক। এক দল এগিয়ে যায় তো আরেক পক্ষ সমতা ফেরায়। রোমাঞ্চ, উত্তেজনার নানা ধাপ পেরিয়ে চেলসিকে হারিয়ে জয়ের পথে ফিরলো আর্সেনাল। ৪-২ গোলের জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এলো গানাররা।
ঐতিহ্যের লড়াইয়ে প্রথম ৩২ মিনিটেই হয় চার গোল। দুবার পিছিয়ে পড়েও প্রতিবারই সমতা টানে চেলসি।
তবে, এরপর আর পেরে ওঠেনি দ্যা ব্লুজ। দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলে এডি এনকেটিয়া আবার আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান বুকায়ো সাকা।
লিগে টানা তিন হারের পর জয়ের স্বাদ পেল আর্সেনাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা তিন ম্যাচে হারলো চেলসি।
দারুণ ছন্দে থাকা করিম বেনজেমার ব্যর্থতার দিনে ঘাম ঝরানো জয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ। ফরাসি তারকার দুটি পেনাল্টি মিসের দিনে ওসাসুনার মাঠে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে কার্লো আনচেলত্তির দল।
শিরোপা নিশ্চিত করার সম্ভাবনায় মাঠে নামা পিএসজি প্রত্যাশিতভাবেই উড়িয়ে দিল অঁজিকে। তবে অন্য ম্যাচে মার্সেই ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেওয়ায় আপাতত অপেক্ষায় থাকতে হচ্ছে মাওরিসিও পচেত্তিনোর দলকে। পিএসজির ৩-০ গোলের জয়ে স্কোরশিটে নাম তোলেন কিলিয়ান এমবাপ্পে, সার্জিও রামোস ও মার্কোইনহোস।