ওকালত নামায় সাক্ষর না থাকার পরও বেরিয়ে যাওয়া আসামি মিজানুরকে আত্মসমর্পনের নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ওকালত নামায় সাক্ষর না থাকার পরও বেরিয়ে যাওয়া আসামি মিজানুরকে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় সতর্ক করা হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার খন্দকার আল মামুনকে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী ও ডেপুটি জেলারকে ভবিষ্যতে এরকম কার্য না করার জন্য সতর্ক করে অব্যাহতি দেওয়া হয়েছে। কারাগার থেকে বের হবার ব্যাপারে আসামিদের নিবন্ধন করতে, দেশের কারাগারগুলোকে নির্দেশও দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে কারাগার থেকে বের হওয়ার সময় ওকালতনামায় ডেপুটি জেলারের নাম স্পষ্ট করে উল্লেখ থাকতে হবে বলেও হাইকোর্ট আদেশ।