ওটিটি প্ল্যাটফর্মগুলোকে নিয়ম-নীতির মধ্যে আনতে খুব দ্রুতই একটি কমিটি হবে : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ওটিটি প্ল্যাটফর্মগুলোকে নিয়ম-নীতির মধ্যে আনতে খুব দ্রুতই একটি কমিটি করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে ওয়েব কন্টেন্ট নিয়ে কাজ করা দেশের বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সুষ্ঠু সুন্দর বিনোদনের পাশাপাশি সুশীল সমাজে মনন গঠনে এই প্ল্যাটফর্মগুলো কীভাবে কাজ করতে পারে তা নিয়ে কাজ করবে গঠিত কমিটি। এই কমিটি শুধু নিয়ম-নীতির মধ্যে আনার জন্যই কাজ করবে তা নয়, দেশে এই ওটিটি প্ল্যাটফর্ম কীভাবে প্রমোট হবে, সরকার ও উদ্যোক্তারা কিভাবে লাভবান হতে পারে সে বিষয়ে তারা পরামর্শ দেবেন। ড. হাছান মাহমুদ আরো বলেন, বর্তমান বাস্তবতায় চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মাধ্যমে ওটিটি প্লাটফর্ম করা যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে।