‘ওবামা-কেয়ার’ ফের চালু করার জন্য নির্বাহী আদেশে স্বাক্ষর বাইডেনের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বহুল আলোচিত সাশ্রয়ী মার্কিন স্বাস্থ্য-সেবা ‘ওবামা-কেয়ার’ ফের চালু করার জন্য নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
নিম্ন আয়ের মানুষের জন্য সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘এনরোলমেন্ট অন দ্য ফেডারেল অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট এক্সচেঞ্জেস’ চালু করেছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ফলে এটি ওবামা-কেয়ার নামে পরিচিতি লাভ করে। ধনীরা ও রিপাবলিকানরা প্রথম থেকেই ওবামা-কেয়ারের বিরোধিতা করে আসছিল। ২০১৭ সালে ট্রাম্প ক্ষমতায় আসার পর নির্বাহী আদেশ দিয়ে ওবামা-কেয়ার বন্ধ করে দেন। এটি আবারও ফিরিয়ে আনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বাইডেনের।