ওবায়দুল কাদেরের ছোটভাইয়ের বক্তব্যে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে : শাজাহান খান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ওবায়দুল কাদেরের ছোটভাইয়ের বক্তব্যে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মন্তব্য করে তাকে থামানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।
বিকেলে মাদারীপুর শহরে ২১ কোটি টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট ডায়াবেটিস হাসপাতালের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় শাজাহান খান আরো বলেন, মির্জা কাদেরের কোন অভিযোগ থাকলে তা প্রধানমন্ত্রীসহ দলের শীর্ষ নেতাদের জানাতে পারেন। এভাবে প্রকাশ্যে মন্তব্য করা ঠিক নয়। তার বক্তব্য প্রত্যাহার করে দলীয় ফোরামে নিয়ে কথা বলার ব্যবস্থা করার উচিৎ বলেও মন্তব্য করেন এই পেসিডিয়াম সদস্য। গণপূর্ত জোন গোপালপঞ্জের অতিরিক্ত প্রধান প্রকৌশরী আবুল খায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান উপস্থিত ছিলেন।