ওমরাহ ভিসার মেয়াদ ১ মাস থেকে বাড়িয়ে ৩ মাস করা হয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
ওমরাহ ভিসার মেয়াদ ১ মাস থেকে বাড়িয়ে ৩ মাস করা হয়েছে বলে জানিয়েছে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি জানান, ট্রানজিটে সৌদি আরবে গিয়েও ওমরাহ হজ পালন করতে পারবেন বাংলাদেশিরা। সচিবালয়ে মন্ত্রণালয়ে সভাকক্ষে সৌদি আরব সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান ধর্মপ্রতিমন্ত্রী। হজের খরচ কমানোর বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে, বিষয়টি বিবেচনাধীন বলেও জানান ফরিদুল হক খান।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে দ্বি-পাক্ষিয় বৈঠক করেন সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
পরে ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন ফরিদুল হক খান। জানান, ট্রানজিটে ওমরাহ হজ পালনের সুবিধা পাবেন শুধুমাত্র সৌদি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের বাংলাদেশি যাত্রীরা।
হজের খরচ কমানো প্রসঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
এসময় সৌদি মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেন, ওমরাহ করতে গিয়ে সেখানে যেকোনো জায়গায় যেতে পারবেন বাংলাদেশিরা। আর মাহরাম ছাড়া মক্কা ও মদিনায় যেতে পারবেন নারীরাও।
সৌদি আরবে বাস করা যে কোনো বাংলাদেশি তাদের আত্মীয়-স্বজনদের ভিজিট ভিসায় সৌদি আরবে আমন্ত্রণ জানাতে পারবেন বলেও জানান সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী।