ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ ইন্তেকাল করেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সুলতানের মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ওমান। এছাড়া ৪০ দিন পর্যন্ত দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে জানানো হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। এদিকে সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, সুলতানের মৃত্যুর পর নতুন সুলতান মনোনীত হয়েছেন তার চাচাতো ভাই ও দেশটির সাবেক সংস্কৃতি বিষয়কমন্ত্রী হাইথাম বিন তারিক আল সাইদ। দেশটির সংবিধান অনুযায়ী, সুলতান পদ শুন্য হওয়ার তিনদিনের মধ্যে উত্তরাধিকার নির্ধারণ করা হয়। নতুন সুলতান হিসেবে মনোনয়েন দৌড়ে এগিয়ে ছিলেন কাবুসের তিন চাচাতো ভাই।