ওমিক্রন নয়, দেশে এখনও প্রাধান্য বিস্তার করে আছে করোনার ডেল্টা ধরন: আইইডিসিআর
- আপডেট সময় : ১০:০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ওমিক্রন নয়, দেশে এখনও প্রাধান্য বিস্তার করে আছে করোনার ডেল্টা ধরন। এমন তথ্য রোগতত্ত্ব গবেষণা কেন্দ্র- আইইডিসিআর-এর।
মাস্ক না পরা, সামাজিক ও রাজনৈতিক সমাগম বাড়ায় সংক্রমণ বাড়তে শুরু করেছে বলে তথ্য দিয়েছে এই সরকারী সংস্থাটি। তবে ওমিক্রনের বিস্তার এখনও সেভাবে দেখা দেয়নি। ওমিক্রন সংক্রমণ বাড়লে সবাই আক্রান্ত হবে বলেও হুঁশিয়ারী দিয়েছেন আইইডিসিআর-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর। অবস্থা কোন দিকে যাচ্ছে তা আরও দু’-এক সপ্তাহ পর বোঝা যাবে বলে জানান তিনি। এদিকে, সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৮৭ জনে। একদিনে নতুন করে আরও ৭৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যার হার ৩ দশমিক ৯১ শতাংশ। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৯১৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।