ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ ও শ্রীলংকা
- আপডেট সময় : ১০:২৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- / ১৭৯১ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টির পর এবার ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ ও শ্রীলংকা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হবে দু’দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর আড়াইটায়।
লঙ্কানদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ হারলেও, জয় দিয়ে ওয়ানডে মিশন শুরু করতে চায় বাংলাদেশ। ২০১৫ থেকে ২০২২ এই আট বছরে ঘরের মাঠে ১৩ সিরিজ খেলেছে টাইগাররা। যেখানে মাত্র এক সিরিজ হেরেছে লাল-সবুজ। তবে, গেল বছর মাঠ ও মাঠের বাইরের নানা ইস্যু নিয়ে নিজেদের প্রিয় ফরম্যাটেও বাজে সময় পার করছে বাংলাদেশ। সব ব্যর্থতা ভুলে, নতুন করে সামনে এগুতে চান নতুন অধিনায়ক নাজমুল শান্ত। নির্দিষ্ট ব্যাটিং অর্ডার তৈরি করে বড় আসরে জন্য প্রস্তুত হওয়ায় লক্ষ্য ক্রিকেটারদের। অন্যদিকে, টি-টুয়েন্টি সিরিজের মোমেন্টাম ধরে রেখে ওয়ানডে সিরিজও দারুনভাবে শুরু করতে চায় শ্রীলঙ্কা। দু’দলের আগের ৫৪ বারের দেখায় ৪২ জয়ে এগিয়ে শ্রীলংকা। ১০টায় জিতেছে বাংলাদেশ।