ওয়ার্ডে ওয়ার্ডে টাস্কফোর্স কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ডেঙ্গু মোকাবিলায় কাউন্সিলরকে আহ্বায়ক করে ওয়ার্ডে ওয়ার্ডে টাস্কফোর্স কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
ডিএনসিসির সব ওয়ার্ডে প্রতি শনি ও বুধবার ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম গ্রহণে সাত সদস্যের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। ডিএনসিসির সচিব মাসুদ আলম ছিদ্দিকের স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, টাস্কফোর্স কমিটির দায়িত্ব হবে মশার সম্ভাব্য প্রজনন স্কুলের তালিকা প্রস্তুত, নির্মাণধীন ভবন, সুউচ্চ ভবন, টিনশেড বাড়ি, সরকারি অফিস, বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, হোস্টেল, ছাদ বাগান, পরিত্যক্ত বাড়ি, জলাশয়, ড্রেন, খোলাবাজারে লার্ভা শনাক্তকরণ, ধ্বংস এবং ডেঙ্গু রোগীর ডাটা এন্ট্রি করা।