ওসি প্রদীপ ও তাঁর স্ত্রী চুমকির বিরুদ্ধে দুদকের করা মামলা বিচারের জন্য অন্য আদালতে স্থানান্তর
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ মডেল থানার সাময়িক বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি প্রদীপ কুমার দাশ ও তাঁর স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের-দুদকের করা মামলা বিচারের জন্য অন্য আদালতে স্থানান্তর করা হয়েছে।
রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত থেকে মামলাটি বিভাগীয় বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়। দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, গত ১ সেপ্টেম্বর প্রদীপ কুমার দাশ ও তাঁর স্ত্রী চুমকির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। কিন্তু তাঁর স্ত্রী পলাতক। এ বিষয়ে প্রতিবেদন আসায় ২২ নভেম্বর বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হবে। এর আগে গত ২৬ জুলাই প্রদীপ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।