ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকীর বিরুদ্ধে দুদকের মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
মেজর সিনহা হত্যা মামলায় কারাগারে থাকা টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকীর বিরুদ্ধে মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
দুপুরে দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ২-এ মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। দুদক জানায়, সাবেক ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন অভিযোগের তদন্ত শুরু হয় ২০১৮ সালে। দীর্ঘদিন অনুসন্ধানের পর ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকা মানি লন্ডারিংসহ প্রায় সাড়ে চার কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের তথ্য-প্রমান মেলে প্রদীপ দম্পতির বিরুদ্ধে। পরে অনুসন্ধানের বিস্তারিত তথ্য-প্রমাণসহ গেল ১২ আগষ্ট মামলা করার অনুমতি চেয়ে আবেদন জানানো হয় ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে। পরে মামলাটি রেকর্ড করা হয়েছে।