ওয়াপদা কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
রাঙামাটি শহরের তবলছড়ির ওয়াপদা কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ওয়াপদা কলোনীতে কাপ্তাই হ্রদের পাড়ে গড়ে উঠা বসতিতে চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত হয় এবং মুহুর্তে চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আকষ্মিক অগ্নিকাণ্ডে বাড়ির মালিক ও ভাড়াটিয়া মিলে ১০পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষনিক ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।