ওয়ারী লকডাউন: তোয়াক্কা না করে বাইরে বের হয়েছেন অনেকেই
- আপডেট সময় : ০৬:৫৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ওয়ারীর লকডাউনের দ্বিতীয় দিনে কোন তোয়াক্কা না করে বাইরে বের হয়েছেন অনেকেই। চাকরিজীবীদের ২১ দিনের সাধারণ ছুটিতে থাকার কথা থাকলেও অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানে যাবার অজুহাতে বের হয়েছেন তারা। ওয়ারীর দুটি প্রবেশ পথেই সকাল থেকে কিছুটা বিশৃঙ্খলা লক্ষ্য করা গেছে। যারা বিশেষ কাজে বের হচ্ছেন তাদেরকে খাতায় এন্ট্রি করিয়ে বের হতে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। তাদের অভিযোগ, অনেকেই মানতে চাচ্ছে না নির্দেশনা। তবে জরুরি সেবার কাজে নিয়োজিত ছাড়া কাউকেই প্রবেশ এবং বের হতে দেয়া হচ্ছে না বলে দাবি পুলিশের।
লকডাউনের দ্বিতীয় দিনে ওয়ারী এলাকার চিত্র এটি।
সকাল থেকেই প্রবেশপথগুলোতে একসাথে অনেকের রের হওয়া বা প্রবেশের চেষ্টা। স্বেচ্ছাসেবকরা লাইনে দাঁড়িয়ে খাতায় এন্ট্রি করে একে একে বের হতে বললেও অনেকেই মানতে চাচ্ছেন না নিয়মও।
যাতায়াতের জন্য খোলা দুটি রাস্তার প্রবেশমুখে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং স্বেচ্ছাসেবকরা। যারা বিশেষ কাজে বের হচ্ছেন তাদেরকে খাতায় এন্ট্রি করিয়ে বের হতে দিচ্ছেন তারা।তাদের অভিযোগ, সপ্তাহের প্রথম কর্মদিবসে হুমকি দিয়েও অনেকে ওয়ারী থেকে বের হতে চাচ্ছেন।
অন্যদিকে, নির্দেশনা থাকলেও লকডাউনে এলাকায় কোন স্প্রে ছাড়াই প্রবেশ করছে গাড়ি।তবে লকডাউন এলাকায় সার্বিক ব্যবস্থাপনা প্রথমদিনের তুলনায় দ্বিতীয় দিন অনেকটাই ভালো বলে জানান,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান আলো।
আর সরকারের নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাবার অনুরোধ জানান ওয়ারী জোনের পুলিশের উপ-কমিশনার।
ওয়ারীর আটটি এলাকায় লকডাউন কার্যকর থাকবে ২১ দিন পর্যন্ত, শেষ হবে ২৫ জুলাই।