ওয়ার্ড পর্যায়ে টিকা কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:১৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর নির্দেশে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বিধিনিষেধে সব ধরনের অফিস-আদালত, শিল্প-কলকারখানা বন্ধ রয়েছে। এতে অর্থনীতির ক্ষতি হলেও জীবনকে প্রাধান্য দিচ্ছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবন আগে, অর্থনীতি পরে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি। আর জনপ্রশান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন হুঁশিয়ার করে বলেন, বিধিনিষেধের মধ্যে কলকারখানা চালু রাখা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় গণভবন থেকে ভার্চুয়ালি যোগদেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমসাময়িক নানা বিষয় উঠে আসে মন্ত্রীসভার বৈঠকে।
প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো তুলে ধরে জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে টিকার কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছেন। বয়স্কদের জন্য বিশেষ ব্যবস্থা নেয়ার পরামর্শদেন তিনি।
মন্ত্রী আরো বলেন, হাসপাতালের ৯০ শতাংশ সিট ইতিমধ্যে বুক হয়ে গেছে। নতুন চার হাজার করে ডাক্তার ও নার্স নেওয়া হচ্ছে ।
জনপ্রশান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, কঠোর বিধি-নিষেধের কোনো বিকল্প নেই। বিধি ভঙ্গ করে কলকারখানা চালু করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, মন্ত্রিসভা বৈঠকে জানানো হয় দেশে মোট ২১ কোটি ভ্যাকসিন আসবে ।