ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
- আপডেট সময় : ১২:২৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ক্যারিবিয়দের ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা।
প্রভিডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই টাইগার বোলারদের তোপের মুখে পড়ে ক্যারিবিয় ব্যাটাররা। ১৬ রানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রন নেয় তামিম ইকবালের দল। তবে তৃতীয় উকেটে কেসি কার্টি ও নিকোলাস পুরানের ৬৭ রানের জুটিতে ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। এই দুজনের ব্যাটে ভর করে ১৭৮ রানের সংগ্রহ পায় ক্যারিবিয়রা। কেসি কার্টি করেন ৩৩ রান। এছাড়া ইনিংস সর্বচ্চো ৭৩ রান আসে পুরানের ব্যাট থেকে। জবাবে ব্যাট করতে নেমে ভাল শুরু পায় বাংলাদেশ। তবে ৯৬ রানে ২ উইকেট হারানোর পর স্কোরবোর্ডে ২০ রান যোগ করতেই আরো তিনিটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে টাইগাররা। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহানের ধৈর্যশীল ব্যাটিংয়ে ৯ বল হাতে রেখে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এদিকে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। রোববার ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে ওয়ানডে সিরিজ শেষে তিনি এই সিদ্ধান্ত জানিয়েছেন।