ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের ৯ উইকেটে হারিয়েছে টাইগাররা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ২৭ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। মেহেদি ও ম্যাচসেরা নাসুমের স্পিন ঘূর্ণিতে শেষ পর্যন্ত মাত্র ১০৮ রানে অলআউট হয় উইন্ডিজ। সর্বোচ্চ ২৫ রান করেন কিমো পল। মিরাজ ৪ ও নাসুম নেন তিন উইকেট। জবাব দিতে নেমে ৪৮ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গে নাজমুল শান্ত ২০ রান করে ফিরলে। পরে লিটনকে সাথে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তামিম। ৫০ রানে অপরাজিত তামিম, ৩২ রানে সঙ্গী লিটন। শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।