ওয়েস্ট ইন্ডিজে রঙ্গিন পোশাকে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ওয়েস্ট ইন্ডিজে রঙ্গিন পোশাকে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। টি টুয়েন্টি সিরিজ সামনে রেখে সেন্ট লুসিয়ায় অনুশীলন করেছে টাইগাররা।
দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফিরে দলের সঙ্গে প্রথমবার অনুশীলন করেছেন তাসকিন আহমেদ। নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টায় এই পেসার। এদিকে, প্রথম ও দ্বিতীয় টি-টুয়েন্টি ভেন্যু ডমিনিকায় যাওয়ার কথা থাকলেও দেশটিতে বৈরি আবহাওয়ার জন্য একদিন পর সেন্ট লুসিয়া ছাড়বেন ক্রিকেটাররা। দীর্ঘদিন পর দলের সঙ্গে যোগ দেয়ায় কোচের নজরও ছিল তার দিকে। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে মুখিয়ে আছেন ঢাকা এক্সপ্রেস।