ওয়েস্ট ইন্ডিজ গেলো বাংলাদেশ ক্রিকেট দলের ২য় বহর
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং ৩টি টি-টুয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ গেছে বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় বহর। চার অফিসিয়াল স্টাফের সঙ্গে তিন ক্রিকেটার তামিম ইকবাল, ইয়াসির রাব্বি ও মেহেদী হাসান মিরাজ দেশ ছেড়েছেন।
রাত পৌনে ৮টায় ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্য ঢাকা ছাড়েন তারা। এর আগে ৩ জুন প্রথম বহরে ওয়েস্ট ইন্ডিজ গেছেন ৬ ক্রিকেটার। ভিন্ন ফ্লাইটে দেশ ছাড়েন মুমিনুল হক ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। ২২ জুন ক্যারিবীয় সফরে যাবে ওয়ানডে ও টি-টুয়েন্টি স্কোয়াডে থাকা সদস্যরা। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ফরম্যাটেই ভালো করার প্রত্যাশা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। টেস্টে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত টাইগাররা। ১৬ জুন সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।