কক্সবাজারের আইকনিক রেল স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:১৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ১৮৮৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের আইকনিক রেল স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেলা সাড়ে এগারোটায় কক্সবাজারের ঝিলংজার নবনির্মিত ঝিনুক আকৃতির রেলস্টেশনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ঢাকা কক্সবাজার রেল যোগাযোগের উদ্বোধনের পাশাপাশি ১৫ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। দোহাজারী কক্সবাজার রেল যাত্রার মধ্য দিয়ে বাংলাদেশের সীমান্ত বাণিজ্যের নতুন দুয়ার খুলে দিচ্ছে এই ট্রান্স এশিয়ান রেলপথ। ১২ কিলোমিটার দীর্ঘ এই রেল পথ নির্মাণে ব্যয় হয় ১৮ হাজার ৩’শ কোটি টাকা। ১ ডিসেম্বর থেকে সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে রেল যোগাযোগ। হোটেল মোটেলে না উঠেই রেল ষ্টেশনে থাকা লকারে প্রয়োজনীয় জিনিস রেখেই পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৌকতের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে পারবে।
এদিকে…রেল স্টেশন উদ্বোধনের পর বিকেলে মহেশখালীর মাতারবাড়ীতে জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।