কক্সবাজারের উখিয়ায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উখিয়ার কুতুপালংস্থ ট্রানজিট ক্যাম্প সড়ক এ দুর্ঘটনা ঘটে। পিকআপটি উখিয়া থেকে বালুখালী ক্যাম্পের দিকে এবং অটোরিকশাটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। পরে স্থানীয় হাইওয়ে পুলিশের সদস্যরা ৬ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। বাকি ২ জনের চিকিৎসা চলছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।