কক্সবাজারের টেকনাফে হাইওয়ে সড়কে সিএনজি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ
- আপডেট সময় : ০৬:১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে হাইওয়ে সড়কে সিএনজি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৪ জন। দুপুরে টেকনাফ হাইওয়ে সড়ক হোয়াইক্যং লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, ডাম্পার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২ মাসের শিশু ও এক মহিলা সহ দু’জন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সিএনজি ও ডাম্পার দুইটির নাম্বার বিহীন ছিল। ডাম্পার গাড়ি চালক পলাতক থাকলেও দু’ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর কাজ প্রক্রিয়াধীন।
ফরিদপুর-খুলনা মহাসড়কের গঙ্গাবর্দীতে সড়ক দুর্ঘটনায় দুই বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নাম-পরিচয় জানা যায় নি। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের দ্রুতগতির একটি বাস মেহেরপুর থেকে ছেড়ে আসা বিপরীতমুখি জেআর পরিবহনকে সাইড দিতে গিয়ে ধাক্কা দেয়। এতে জেআর পরিবহনের বাসটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে।অপরদিকে তালুকদার পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি তোলার ক্রেনকে ধাক্কা দিলে, বিশাল আকৃতির একটি বৈদ্যুতিক খুঁটি বাসটির সামনে ঢুকে যায়।