কক্সবাজারের রামুর বৌদ্ধ পল্লী ট্র্যাজেডির ১০ বছর আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামুর বৌদ্ধ পল্লী ট্র্যাজেডির ১০ বছর আজ। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে গুজবের সূত্র ধরে রামুর ১২টি বৌদ্ধ বিহার ও বৌদ্ধ পল্লীর ২৬টি ঘরে অগ্নিসংযোগ, হামলা ও লুটপাট চালায় ধর্মান্ধ দুর্বৃত্তদল। পরদিন উখিয়া-টেকনাফে আরও ৭টি বৌদ্ধ বিহার পুড়িয়ে দেয়া হয়।
এ ঘটনায় ১৯টি মামলা হয়। এর মধ্যে বৌদ্ধ সম্প্রদায়ের এক ব্যক্তি একটি মামলা প্রত্যাহার করে নেন। বাকি ১৮ মামলার বাদী পুলিশ। কিন্তু সাক্ষীর অভাবে এখনও শুরু হয়নি বিচারকাজ।
ফলে বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে হতাশা বিরাজ করছে। অপ্রীতিকর এ হামলার দিবস উপলক্ষে আজ রামুর চেরাংঘাটা মৈত্রী বিহার উপাসনালয়ে বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়েছে, ধর্মীয় অর্চনায় এতে সবার শান্তি কামনা করা হবে বলে জানিয়েছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতা নীতিশ বড়ুয়া।