কক্সবাজারে উন্মুক্ত অনুষ্ঠানে নিষেধাজ্ঞা
- আপডেট সময় : ০৬:৫৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
ইংরেজি পুরনো বছরকে বিদায় আর নতুন বছর বরণে কক্সবাজারে ঢল নেমেছে লাখো পর্যটকের। আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও টুরিস্ট পুলিশ। তবে এবার টেকনাফ থেকে জাহাজে করে সরাসরি সেন্টমার্টিন যেতে না পারা এবং সৈকতের উন্মুক্ত স্থানে কোন অনুষ্ঠান না থাকায় খানিকটা হতাশ পর্যটকরা।
প্রকৃতির আপন মহিমায় সেজেছে বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকত। যে সৌন্দর্য্য ভ্রমণ পিপাসুদের মাঝে কেবলই মুগ্ধতা ছড়ায়।
এই শহরে থার্টিফার্স্ট নাইটকে ঘিরে এখন অবস্থান করছে হাজার হাজার পর্যটক। দূর-দূরান্ত থেকে ছুটে আসা এসব পর্যটক সৈকতে পার করছেন সময়।
থার্টিফার্স্ট নাইটকে ঘিরে হোটেল-মোটেলগুলো বুকিং হয়ে গেছে আগে থেকেই। আগত পর্যটকরা জানালেন, নতুন বছরকে ঘিরে তাদের প্রত্যাশার কথা।
হোটেল, রেস্তোরাঁসহ পর্যটন স্পটগুলোতে সুন্দর সেবা নিশ্চিতে কাজ করছে ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার টুয়াক।
পর্যটকদের নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতের আলাদা টিম মাঠে থাকবে জানিয়ে থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে প্রকাশ্য স্থানে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ থাকবে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
অন্যান্য বছরের মতো সৈকতে এবার ওপেন কনসার্ট না থাকলেও তারকামানের বিভিন্ন হোটেলের ইনডোরে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।