কক্সবাজারে এনজিও কর্মীর বিরুদ্ধে বিজিবির মামলার তদন্ত প্রতিবেদন জমা

- আপডেট সময় : ০৭:৫৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
কক্সবাজারে নারী এনজিও কর্মীর বিরুদ্ধে সীমান্ত রক্ষী বাহিনী- বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র দায়ের করা ১শ’ কোটি টাকার মানহানি মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।
দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক মুহাম্মদ হেলাল উদ্দিনের আদালতে এ প্রতিবেদন দাখিল করে পুলিশ। প্রতিবেদন জমার পর আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেন বিচারক। আদালতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন এডভোকেট সাজ্জাদুল করিম ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউদ্দিন আহমেদ। প্রতিবেদন জমা দিয়ে এডভোকেট সাজ্জাদুল করিম জানান, বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে ওই এনজিওকর্মী বিজিবির মতো একটি বাহিনীর মানহানি করেছে। তদন্ত প্রতিবেদনে সেটি উঠে এসেছে। পরবর্তী ধার্য তারিখে মামলার শুনানি হবে। গত ৮ অক্টোবর বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে অটোরিকশা যাত্রী ব্লাস্ট এনজিওকর্মী ফারজানা আক্তারকে তল্লাশি করে বিজিবি সদস্যরা। এ ঘটনায় বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলে ওই এনজিওকর্মী।