কক্সবাজারে ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলী খেলা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:৫৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
পর্যটন নগরী কক্সবাজারে ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলী খেলায় সবাইকে চমকে দিয়েছেন উখিয়ার নুর মোহাম্মদ বলী। তার কৌশলের কাছে সহজেই হার মেনেছেন চট্টগ্রামের জব্বারের বলী খেলার বর্তমান চ্যাম্পিয়ন জীবন বলী। তবে, ফাইনালে বাংলাদেশ কুস্তি ফেডারেশনের খেলোয়াড় লিটনকে হারাতে না পারায় দু’জনকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষনা করেন আয়োজকরা।
পুরুষদের পাশাপাশি প্রথমবারের মতো বলী খেলবেন দু’জন নারী বলী। সেই খবরে ঢোল আর বাঁশির সুরের সঙ্গে নানা বাদ্যযন্ত্রের তালে বিভিন্ন এলাকা থেকে জড়ো হতে থাকে ক্রীড়া পাগল অসংখ্য মানুষ। এক পর্যায়ে হাজারো দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম।
এরপর মাঠে নামেন বাংলাদেশ কুস্তি ফেডারেশনের খেলোয়াড় সেনাবাহিনীর তিথী রায় ও বাংলাদেশ পুলিশের সদস্য ফাতিমা।
প্রায় ১৫ মিনিটের আকর্ষনীয় বলী খেলায় ফাতিমাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন সেনা সদস্য তিথী।
করোনা মহামারির কারনে দীর্ঘ ৩ বছর পর অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলী খেলার ৬৭তম আসর। আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার দাবী ক্রীড়ামোদিদের।
১৯৫৬ সালে কক্সবাজার মহকুমা থাকা অবস্থায় “এসডিও সাহেবের বলী খেলা” নামে এ খেলার প্রবর্তন হয়। ১৯৮৪ সালে মহকুমা থেকে জেলায় রুপান্তর হলে” পরবর্তী নামকরণ হয় “ডিসি সাহেবের বলী খেলা”।